• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশের আয়োজনে ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়ন 


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১১:৪২ এএম
পুলিশের আয়োজনে ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়ন 

১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনাকে উপজীব্য করে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় জেলা পুলিশের আয়োজনে জয়পুরহাটে মঞ্চায়িত হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’। 

রোববার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টায় শহরের সার্কিট হাউস মাঠে জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনা ও পরিবেশনায় নাটকটি মঞ্চায়িত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো. নূর ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, আওয়ামী লীগের জেলার নেতা, সব উপজেলা চেয়ারম্যান, সব মেয়র, বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ দর্শক।

১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ নাট্যদল গত বছরে ৩১ জুলাই প্রথম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটরিয়ামে মঞ্চায়িত করে বিশেষ এই নাটকটি। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় ৭০ মিনিটের এই নাটকে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের একদল নাট্যকর্মী।

নাটকটিতে চরিত্র রয়েছে ৩২টি। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা করছেনে নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান।

Link copied!